Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সংসদ সদস্যদের সার্বিক নিরাপত্তা বাড়ানোসহ প্রতিটি ভবনে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, ইন্টারকম ও টেলিফোন সংযোগ স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

বৈঠকে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটে সংসদ সদস্য ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করা, সংসদ সদস্যদের ফ্ল্যাট ও অফিসে দর্শনার্থী সংখ্যা নির্দিষ্ট করা, রাত ১১ টার পর সদস্য ভবনে অবস্থান নিষিদ্ধ করা, সংসদ লবিতে নাস্তা বা খাবার পরিবেশন সীমিত করে শুধু চা-কফি পরিবেশন, ক্যাফেটেরিয়ার খাদ্যমান এবং সার্বিক পরিবেশ উন্নত করার সুপারিশ করা হয়।

কমিটির বৈঠকে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের অনুকূলে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরে সদস্য ভবনে অফিস কক্ষ বরাদ্দ, নিরাপত্তা জোরদার ও গণপূর্ত বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংসদ সদস্যদের অনুকূলে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে অফিস রুম বরাদ্দের জন্য চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের উপকমিটি গঠিত হয়। উপকমিটির অন্য সদস্যরা হলেন— হুইপ ইকবালুর রহিম, কাজী ফিরোজ রশীদ ও ফজলে হোসেন বাদশা। বৈঠকে দ্রুততম সময়ে সরেজমিনে ফ্ল্যাট ও অফিস পরিদর্শন করে একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ এবং বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ সংসদ সদস্য সংসদ সদস্যদের নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর