Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিককে হুমকির প্রতিবাদে ল’ রিপোর্টার্স ফোরামের মানববন্ধন  


১৭ জানুয়ারি ২০১৮ ২০:১৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

বুধবার (১৭ জানুয়ারি) সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।

মানববন্ধনের উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, নারী কেলেঙ্কারীর অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে রিপোর্ট করায় যমুনা টিভির সাংবাদিক আব্দুল্লাহ তুহিন ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আইন শৃংখলা বাহিনীর একজন কর্মকর্তা হয়ে এ ধরনের হুমকি দেয়া ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংগঠনটির সহসভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সভাপতি ও ডেইলি স্টারের সিনিয়ির রিপোর্টার আশুতোষ সরকার, সেক্রেটারি আজিজুল ইসলাম পান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন ও  সদস্য এনামুল হক এনাম।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি দিদারুল আলম দিদার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন, দপ্তর সম্পাদ আমিনুল ইসলাম মল্লিক, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল জাব্বার খান, মেহেদী হাসান ডালিমসহ সংগঠনটির অন্য সদস্যরা।

সারাবাংলা/এজেডকে/জেডএফ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর