Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোলট্রি মুরগী থেকেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়ানোর আশঙ্কা’


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশে পোলট্রি মুরগী থেকে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জনান।

শাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে মূলত পোলট্রি মুরগী থেকে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে বুনো, দেশি ও পরিযায়ী পাখি থেকে এ জীবাণু ছড়ানোর আশঙ্কা কম। গত কয়েক বছর ধরে দেশি কাক ও পাখির মাধ্যমে এ জীবাণু ছড়ানোর তথ্য আছে। সরকার রাজশাহী এলাকায় এ ব্যাপারে কাজ করছে।’

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘পরিযায়ী হাঁস থেকে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ জীবাণু ছড়ানোর তথ্য খুবই কম, বাংলাদেশে নেই বললেই চলে। তারপরেও সরকার বন অধিদপ্তর ও আইইউসিএন-এর মাধ্যমে বাংলাদেশে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র গবেষণা করছে। টাঙ্গুয়ার হাওড়, হাকালুকির হাওড়, বাইক্যা বিল, সোনাদিয়া ও নিঝুমদ্বীপে পরিযায়ী পাখি থেকে নমুনা নিয়ে প্রতি বছর গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে। পরিযাযী পাখি ও গৃহপালিত হাঁসের বিচরণস্থল চিহ্নিত করে তাদের মেলামেশা বন্ধে খামারিদের সচেতন করা হচ্ছে। প্রতিবছর পরিযায়ী পাখিমেলা করে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে খামারিদের নিয়ে কাজ করা হবে। দেশি হাঁস-মুরগী যেন কোনোভাবেই পরিযায়ী হাঁসের সঙ্গে না মেশে এ বিষয়ে সরকার আরও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। হওড়গুলোতে জোনিং করে এ ব্যাপারে পাখিদের নিরাপদ অঞ্চল গড়ে তোলা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর