Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মিনিটের মধ্যে মেসেজ বাতিল করা যাবে ফেসবুকে


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৩

।। সারাবাংলা ডেস্ক ।।

কারো কাছে পাঠানো মেসেজ বা বার্তা অসঙ্গতিপূর্ণ মনে হলে সেই মেসেজে বাতিল করার সুবিধা চালু করেছে ফেসবুক।

গ্রাহকরা চাইলে পাঠানো মেসেজ ১০ মিনিটের মধ্যে আনসেন্ড বা বাতিল করতে পারবেন। এতে করে ওই বার্তাটি নিজের বা যাকে পাঠানো হয়েছে কারোরই সংরক্ষণে থাকবে না। বার্তা বাতিল করতে চাইলে নির্দিষ্ট মেসেজটি সিলেক্ট করে অপশন বাছাই করে তা নিশ্চিত করতে হবে।

ইতোপূর্বে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে মেসেজ বাতিলের সুবিধা চালু করা হয়। ২০১৮ সালে ফেসবুক পরীক্ষামূলকভাবে এটি চালু করলেও এখন সব ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারবেন।

তবে অনেক প্রযুক্তিবিদ দাবি করেছেন মেসেঞ্জারে মেসেজ বাতিলের সুবিধা চালু করায় ফেসবুকে অবিশ্বাস ও অপব্যবহার বাড়বে।

ফেসবুকে মেসেজ বাতিলের সুবিধা এর আগে শুধুমাত্র মার্ক জাকারবার্গের জন্য সংরক্ষিত ছিল।

সারাবাংলা/এনএইচ

ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর