ফিলিপাইনে মিজলস ভাইরাসের প্রাদুর্ভাব, মৃত ২৬
৭ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর মিজলস ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ বেশ কিছু শহরে। ভাইরাস সংক্রমণে গত দশদিনে সেখানে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
ফিলিপাইনের হেলথ এপিডোমলজি ব্যুরো জানায়, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ১৮১৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বায়ুবাহিত এই ভাইরাস হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত রোগীর মুখে লাল লাল ফুসকুড়ি পড়ে।
টিকা প্রদান করা না হলে মিজলস ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ফিলিপাইনে টিকা না দেওয়া শিশুর সংখ্যা ২৪ লাখ। বিশ্ব-স্বাস্থ্য সংস্থার ফিলিপাইনের প্রতিনিধি গুনডো উইলার জানান, ভাইরাসজনিত ঝুঁকির মধ্যে যেসব শিশু রয়েছে তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে জরুরি চিকিৎসা দিতে পরামর্শ দিয়েছে ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সারাবাংলা/এনএইচ