Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীরা আর সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না


১৭ জানুয়ারি ২০১৮ ২০:০৮

স্পেশাল করেসপন্ডেন্ট

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা আর শুধুমাত্র সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সরকার নারীদের আরও এগিয়ে নিতে ‘ইনকাম জেনারেটিং প্রোগ্রাম’ চালু করেছে।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে নূরজাহান বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুপস্থিত থাকায় নূরজাহান বেগম তার পক্ষে ৪৬৫ নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন।

মন্ত্রণালয় থেকে পিছিয়ে পড়া নারীদের পাঁচটি করে সেলাই মেশিন দেওয়া হয়, এই সংখ্যা আরও বাড়ানো হবে কি না- প্রশ্ন রাখেন নূরজাহান বেগম।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বাজেটে সেলাই মেশিনের সংখ্যা বাড়াতে বেশি বরাদ্দের জন্য আবেদন থাকবে। কিন্তু আমরা চাই না নারীরা শুধুমাত্র পোশাক কারখানায় কাজ করবে। যে কারণে আমরা ইনকাম জেনারেটিং প্রোগ্রামের আওতায় নারীদের ড্রাইভিংসহ নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে নারীরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর