শতবর্ষে সেভ দ্য চিলড্রেন
৭ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’ এ বছর উদযাপন করছে তাদের ১০০ বছর পূর্তি।
১৯১৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা গুলশানে অবস্থিত কান্ট্রি অফিসে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মাসব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক, বর্তমান কর্মী ও শিশুরা। ১০০টি বেলুন উড়িয়ে এবং ‘আমরা করব জয়’ গান গেয়ে ঢাকা কান্ট্রি অফিসের কর্মীরা ১০০ বছর উদযাপন শুরু করেন।
এ উপলক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স বলেন, “শিশুদের জন্য এই পৃথিবী এখনো সহজ নয়। আমরা চাই আমাদের মানসম্পন্ন কাজ, নিবেদিত কর্মী এবং বাংলাদেশের মানুষের সহায়তায় শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ব। আমাদের পুনঃপ্রতিজ্ঞা থাকবে শিশুদের কল্যাণে নিরন্তর কাজ করে যাবার।”
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ প্রবাহ থেকে শিশু কল্যাণের প্রত্যয় নিয়ে ব্রিটিশ নাগরিক এগল্যান্টিন জেবের হাত ধরে ১৯১৯ সালে লন্ডনে গড়ে ওঠে সেভ দ্য চিলড্রেন। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে কাজ করছে সংস্থাটি যার মধ্যে তাদের সবচেয়ে বড় টিমটি কাজ করছে বাংলাদেশে। এদেশে সেভ দ্য চিলড্রেন কাজ করছে গত ৪৯ বছর ধরে এবং বর্তমানে সারা দেশে প্রতিটি জেলায় বিভিন্ন প্রকল্প রয়েছে তাদের।
বিশ্বজুড়ে ১৫৫ মিলিয়নেরও বেশি শিশু এ পর্যন্ত সেভ দ্য চিলড্রেনের সেবার আওতায় এসেছে। এবছর এপ্রিল মাসে ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে সংস্থাটি।
কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স বলেন, সারা বছরই নানা অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন চলবে।
সারাবাংলা/এমএ/এনএইচ