Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নামে খোলা ৭৫২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ


৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ ১৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এনটিএমসি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান সারাবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামরিক বেসামরিক কর্মকর্তাদের নামে থাকা ভুয়া ফেসবুক একাউন্ট ও লিংক আমরা বন্ধ করে দিয়েছি। ’

এনটিএমসি’র পরিচালক আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া একাউন্ট বন্ধ করতে আমরা ফেসবুকের সঙ্গে কথা বলেছিলাম। সে পরিপ্রেক্ষিতেই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। ’ গত পনেররো দিন ধরে তারা বিষয়টি নিয়ে কাজ করেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমএনএইচ

ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর