Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না পেয়ে তিন ব্যবসায়ীকে পিটিয়ে আহত, আটক ১


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩২

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় চাঁদা না পেয়ে তিন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগে শাহ আলম গাজী টেনু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ীরা একে অপরের ভাই এবং তারা প্যারাগন মাল্টিপারপাস সমিতির ব্যবসা করেন বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন-প্যারাগন মাল্টি পারপাসের সিইও কাজল কুমার রায়, তার বড় ভাই বিধান কৃষ্ণ রায় এবং মেজ ভাই বিপ্লব চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত টেনুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী বিধান কুষ্ণ রায় জানান, তার ছোট ভাই প্যারাগন নামে একটি মাল্টিপারপাস চালান। শাহ আলম গাজী টেনু তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা করতে পারব না বলেও তিনি হুমকি দেন। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টেনু তার বাহিনীর ক্যাডারদের দিয়ে তিন ভাইকে ধরে নিয়ে যায় এবং মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে গিয়ে তাদের উদ্ধার এবং টেনু গাজীকে আটক করেন।

শাহ আলম গাজী টেনু বলেন, মাল্টি পারপাস থেকে এক নারী ঋণ নিয়ে তা পরিশোধ করেন। তারপরও ওই নারীকে তারা মারধরের চেষ্টা করেন। এ নিয়ে বিচার সালিশ হচ্ছিল আমার বাসায়। বিচারের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তারা আহত হন। এখানে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, টেনু গাজীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/আরএফ

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর