Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলএনজি আমদানি: ভারত যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১০

।। হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভারত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা করছে সরকার। এজন্য আলোচনা করতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে। প্রাথমিকভাবে ২০২১ সালে ২০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করবে সরকার। জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রসঙ্গে বলেন, ক্রস বর্ডার গ্যাস পাইপলাইনের মাধ্যমে এলএনজি আসার পরিকল্পনা করা হচ্ছে। সাতক্ষীরা দিয়ে এই গ্যাস পাইপলাইন বাংলাদেশে প্রবেশ করবে। তিনি জানান, এজন্য পাইপলাইন নির্মাণে দুই দেশই খরচ বহন করবে। এর ফলে ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতার নতুন দুয়ার উন্মুক্ত হবে।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড (আইওসিএল) এলএনজি রফতানির জন্য প্রথম প্রস্তাব দেয়। এই প্রস্তাব পাওয়ার পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সঙ্গে এরই মধ্যে পাইপলাইন নির্মাণে অর্থায়নের জন্য আলোচনা করা হয়েছে। এখন ভারতের অয়েল কোম্পানির সঙ্গে আলোচনা করতে উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ভারত যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জ্বালানি উপদেষ্টা। এ সময় প্রতিনিধি দলটি এলএনজি আমদানির ক্ষেত্রে বিভিন্ন শর্ত ও দাম নিয়ে আলোচনা করবেন।

ওই কর্মকর্তা জানান, ২০১৬ সালের ১১ জানুয়ারি আইওসিএল এলএনজি রফতানির জন্য ক্রস বর্ডার পাইপলাইন নির্মাণের জন্য প্রস্তাব দেয়। পরে ২০১৬ সালের ১৩ জুন উভয় দেশের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। একই বছরের ডিসেম্বরে জ্বালানি বিভাগকে আইওসিএল এলএনজি রফতানির টার্মশিট পাঠায়। এই টার্মশিট পাওয়ার পর পর্যালোচনার জন্য জ্বালানি বিভাগ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। পরে পেট্রোবাংলার মাধ্যমে ক্রয় চুক্তির খসড়া আইওসিএলকে পাঠানো হলেও এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো খসড়া গ্যাস ক্রয় চুক্তির বিষয়ে কোনো কিছু জানানো না হলেও ২০১৮ সালের ৩ আগস্ট গ্যাস ক্রয় চুক্তি পৃথক একটি খসড়া পাঠায় আইওসিএল। মূলত বাংলাদেশ প্রতিনিধি দল সফরের সময় এই বিষয়টি নিয়েই আলোচনা করবে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করার বিষয়টি প্রায় চূড়ান্ত। বিশ্বের অন্যতম এলএনজি উৎপাদনকারী কোম্পানি এস্ট্রা ট্রান্সকোর এনার্জি (এওটি) থেকে এই এলএনজি আমদানি করবে বাংলাদেশ।

সারাবাংলা/এইচএ/জেএএম

এলএনজি আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর