Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২ নারীসহ ৩ মাদক বিক্রেতা আটক


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাহবুব শেখ (২৭), ফারজানা আক্তার সোনিয়া (২৩) ও মৌসুমি (২৪) নামে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১০।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০-এর উপঅধিনায়ক মেজর আশরাফুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক তিন জনের কাছ থেকে ৪৫০ পিসি ইয়াবা, পাঁচটি মোবাইল ফোনসহ মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএইচ/টিআর

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর