Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, নিখোঁজ ১৮২


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৮

।। আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্রুমাদিনহোতে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৮২ জন। এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে র‍্যাপলার।

উল্লেখ্য, শুক্রবার (২৫ জানুয়ারি) ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুমাদিনহো শহরের ভ্যালের মালিকানাধীন খনির পাশেই ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, নিহতদের বেশিরভাগই খনিতে কর্মরত শ্রমিক। তারা ক্যাফেটেরিয়ায় দুপুরের আহার সারছিলেন।

ধারণা করা হচ্ছে, নিখোঁজরা আর বেঁচে নেই।

ব্রাজিলের সবচেয়ে বড় খনি প্রতিষ্ঠান ভ্যালের এই বাঁধ এবার কেন ধসে পড়ল, তার স্পষ্ট কারণ জানা সম্ভব হয়নি। তবে পরিবেশ রক্ষা এজেন্সি (ইবামা) ৬৬.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ভ্যালেকে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এদিকে, বর্জ্যের কারণে খনির আশেপাশের এলাকার পরিবেশ দূষণ ঘটেছে। স্থানীয় প্যারাওপিবা নদীর পানি ঘোলাটে হয়েছে। মৃত মাছ ভেসে উঠছে। স্থানীয়দের নদীতে মাছ ধরতে আপাতত পরিবেশবিদরা বারণ করেছেন।

উদ্ধারকারী দল জানিয়েছে, কাদায় দেবে যাওয়ায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া সহজ হচ্ছে না।

সারাবাংলা/আরএ

বাঁধ ধস ব্রাজিল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর