Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে গেলো মায়ের প্রাণ, সন্তানের পা


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: দুই মাস বয়সী সন্তানকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুসন্তানের পাও কাটা পড়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের অদূরে নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এই প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া সারাবাংলাকে জানান, ‘ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনটি কদমতলী রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় মা-ছেলে ট্রেনে কাটা পড়ে। এসময় মা রোখসানা বেগমের (৩০) শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়। পা বিচ্ছিন্ন অবস্থায় ছেলেটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

রোখসানা চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় ভিক্ষা করতেন। একটি স্থানীয় বস্তিতে থাকতেন বলেও ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমএনএইচ

ট্রেনে কাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর