Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ প্রস্তাব সংসদে উঠছে কাল


১৭ জানুয়ারি ২০১৮ ২১:০৭

স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। অধিবেশনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব উঠবে সংসদ অধিবেশনে। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানায়।

বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী প্রস্তাবটি উত্থাপন করবেন। পাশাপাশি আরও চারটি প্রস্তাব উঠবে অধিবেশনে।

এদিকে বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্ন-উত্তর শেষে সংসদীয় কার্যপ্রণালীর ২৩৩ বিধি অনুযায়ী, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম রিপোর্ট উপস্থাপন করেন।

এছাড়া ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের আনা জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা হয়।

সব শেষে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাব পর্বের প্রথমেই বক্তব্য রাখেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ। রাত ৯টা ১ মিনিটে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদ অধিবেশন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর