মুক্তিযোদ্ধা কোটার দাবিতে ফের শাহবাগে অবরোধ
৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৫
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সন্তানরা। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান এই অবরোধ করেন।
এর আগে, গত ২২ জানুয়ারি তারা একই দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন। ওইদিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে সংহতি প্রকাশ করে তাদের দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে বলার আশ্বাস দেন।
তখন ছাত্রলীগের অনুরোধে অবরোধ তুলে নিলেও আন্দোলনকারীরা কোটা বহালের সুস্পষ্ট ঘোষণা না এলে ২৭ জানুয়ারি আবারও দেশব্যাপী অবস্থান পালনের ঘোষণা দেন।
অবরোধের বিষয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা সনেট মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের নেতাদের আশ্বাসে সেদিন (২২ জানুয়ারি) অবরোধ প্রত্যাহার করেছিলাম। আমরা ওইদিন কর্মসূচি দিয়েছিলাম। গতকাল আমরা প্রেসক্লাবে মানববন্ধন করেছি। আজকের এই অবরোধ আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম।’
তিনি আরও বলেন, ‘আজ প্রায় সাড়ে ১৩ হাজার মু্ক্তিযোদ্ধার সন্তান সোনালী ব্যাংকে পরীক্ষা দিতে এসেছিলেন। তাদের সবাইকে আমরা জড়ো করে এই অবরোধ করছি। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।’
এদিকে, অবরোধের ফলে শাহবাগের চারদিকের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার পর তারা (আন্দোলনকারীরা) শাহবাগের মোড়ে বসেছেন। তাদের রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে। আশা করি, তারা কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তা থেকে সরে যাবেন।’
সারাবাংলা/কেকে/একে/এমও