Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সোয়াইন ফ্লু: ৪০ দিনে মৃত ২৫০


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চলতি বছর ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। এর মধ্যে গত সপ্তাহের শেষ তিন দিনেই মারা গেছেন ৩০ জনের বেশি। শনিবার (৯ জানুয়ারি) এ খবর দিয়েছে দ্য হিন্দু।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি রাজ্যে রোগের বিস্তারে প্রতিরোধে গভীর নজরদারী রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীদের জন্য আলাদা বেড নির্ধারিত করে রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে, প্রত্যেক রাজ্যে জেলা সংগ্রাহকদের সঙ্গে দেওয়ার জনসচেতনতা বৃদ্ধি ও এই মহামারী ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রত্যেক রাজ্যে, রোগে আক্রান্ত হওয়ার পর ইনফ্লুয়েঞ্জা টিকাদান প্রক্রিয়া ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক ভ্যাকসিন প্রস্তুতকারীদের বিস্তৃত বর্ণনা বিষয়ক নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

এছাড়া, প্রতিরোধ পদক্ষেপ নিয়ে তথ্য জানতে স্থাপন করা হয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশজুড়ে প্রতিনিয়ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/ আরএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর