Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সাড়ে ৪৬ কেজি রূপাসহ আটক ১


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ বাজার এলাকা থেকে সাড়ে ৪৬ কেজি রূপা ও ইমিটেশনের অবৈধ গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গার ফুলবাড়ী বিওপি টহল কমান্ডার নায়েক কবির হোসেনের নেতৃত্বে একদল বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্য দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল পাড়ার আলম হোসেনের ছেলে উজ্জ্বল হোসেনকে (৩৪) আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ব্যাটালিয়ন সদস্যরা উজ্জ্বল হোসেনের ঘর থেকে এসব গয়না উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য গয়নাগুলো ভারত থেকে অবৈধ উপায়ে আনা হয়েছিলো। উদ্ধার করা গয়নাগুলো দামুড়হুদা থানায় জমা ও অভিযুক্ত উজ্জ্বল হোসেনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। নায়েক কবির হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর