Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলায় আরও ১২২ জনকে আ.লীগের মনোনয়ন


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম ধাপে শনিবার ৮৭ জনকে মনোনয়ন দেওয়ার পর আজ রোববার দ্বিতীয় তালিকা দিয়েছে দলটি।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপু‌রে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।

এর আগে, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

কাদের বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।

মনোনয় পাওয়া কয়েকজন যুদ্ধাপরাধি পরিবারের সদস্য এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মনোনয়ন যারা পেয়েছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে খতিয়ে দেখবো, প্রয়োজনে তাদের মনোনয়ন বাতিল করবো।’

৩য় ও চতুর্থ ধাপের মনোনয়ন কবে দেওয়া হবে জানতে চাইলে কাদের বলেন, ‘২২তারিখ সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় ৩য় ধাপ ও ২৩ তারিখ সন্ধ্যায় চতুর্থ ধাপের মনোনয়ন চূড়ান্ত করবো।’

কাদের জানান, ‘মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগর কেন্দ্রীয় সদস্য মো. রফিকুর রহমান।

দিনাজপুর খানসামা উপজেলা চেয়ারম্যান পদে পাকেরহাট সরকারী কলেজের প্রভাষক মো. শফিউল আজম চৌধুরী কিভাবে মনোনয়ন পেয়েছে জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে, তারপরও কোনো সমস্যা থাকলে আমরা যাচাই বাছাই করে দেখবো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

উপজেলাগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর