Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ দাবানলে পুড়ছে নিউজিল্যান্ড


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ড। প্রাণহানি এড়াতে দক্ষিণের শহর নেলসনের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ছয় দিন আগে শুরু হওয়া দাবানল এখন ছড়িয়ে পড়েছে ওয়েকফিল্ড শহরে। এছাড়া তাসমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজিল্যন্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, দাবানল আক্রন্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন না তারা। রোববার শক্তিশালী বাতাস প্রবাহিত হবে  এবং দাবানলে ক্ষয়ক্ষতি বাড়বে।

বর্তমান দাবানলকে দেখা হচ্ছে ১৯৫৫ সালের পর নিউজিল্যান্ডের সবচেয়ে বিপর্যয়কর দাবানল হিসেবে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ৩২ হেলিকপ্টার ও দুটি বিমান।

নেলসনের এমপি স্মিথ বলেছেন, তার দ্বীপের ৭০ হাজার বাসিন্দা হুমকির মুখে রয়েছেন।

সারাবাংলা/এনএইচ

দাবানল নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর