Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের নিবন্ধন বাতিলে আপিল শুনানি শিগগিরই: অ্যাটর্নি জেনারেল


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শিগগিরই জামায়াতের নিবন্ধন বাতিলে সংক্রান্ত আপিল শুনানির ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য শিগগিরিই উদ্যোগ নেওয়া হবে।’ রোববার (১০ ফেব্রুয়ারি) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সারাবাংলাকে এ তথ্য জানান।

উল্লেখ্য ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন উচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপিল বিভাগে তো সব ধরনের মামলাই করতে হয়। এটারও শুনানির জন্য অচিরেই পদক্ষেপ নেওয়া হবে।  নিবন্ধন বাতিল হলে তো আর কোনো দল কাজ করতে পারে না।  তখন হয়তো তারা ভোল পাল্টাতে পারে।’ তিনি আরও বলেন, ‘এটা বন্ধ করে হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে, তা আপিল বিভাগে বহাল থাকে, অন্ততপক্ষে দল হিসেবে যে কর্মগুলো তারা করেছে, তার একটা ফল তারা পেলো।’

বিজ্ঞাপন

সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালে ১ আগস্ট রায় দেন হাইকোর্ট।  ওই রায়ের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে আপিল আবেদন করা হয়। এরপর ছয় বছর কেটে গেলেও সেটির শুনানির উদ্যোগ নেওয়া হয়নি।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করে তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। এরপর ২০১৩ সালে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন।

এরপর ২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় পরিচয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি দলটি।

সারাবাংলা/এজেডকে/এমএনএইচ

জামায়াত নিবন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর