Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ঢুকতে না পেরে ফিরে গেছেন মিয়ানমারের ২৮ নাগরিক


১০ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান: বান্দরবা‌নের রুমা সীমা‌ন্তের ওপা‌রে আশ্রয় নেওয়া আট প‌রিবা‌রের ২৮ জন মিয়ানমারের নাগরিক নিজের দেশে ফিলে গেছেন।

রোববার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ছেড়ে তারা চলে যান চলে জানিয়েছেন স্থানীয়রা।

বান্দরবান বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সেক্টর কমান্ডার কর্নেল জ‌হিরুল হক খানও এই আট পরিবারের ফি‌রে যাবার তথ্যটি নি‌শ্চিত করেছেন। তিনি ব‌লেন, রুমা উপ‌জেলার সীমা‌ন্তের ওপা‌রে বাংলা‌দে‌শে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন এই ২৮ মিয়ানমারের নাগরিক। কিন্তু বিজিবির কড়া প্রহরার কারণে বাংলাদেশে ঢুকতে না পারায় শেষ পর্যন্ত তারা ফিরে যান।

উল্লেখ্য, গত আট দিনে মিয়ানমারের চিন রাজ্য থেকে মোট ২০৩ জন বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিক বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চাইক্ষাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসব ঘটনায় সীমান্তে নজরদারী বাড়ানো হয়। সতর্ক অবস্থান নেয় সীমান্তরক্ষী বাহিনী।

সারাবাংলা/এসএমএন

মিয়ানমারের নাগরিক শূন্যরেখা সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর