Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তাঁর স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও প্রাইভেট কার চালক আবদুল্লাহ সরকার (৩৫)।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভবেরচর পুলিশ হাইওয়ে টি আই জহিরুল ইসলাম নিহতের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকাগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ তিনজন নিহত ও অপর একজন আহত হন।

কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর