Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী টানেল প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে নৌবাহিনী


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চার বছর মেয়াদি কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ জন্য সেতু কর্তৃপক্ষের সঙ্গে ৬৫ কোটি টাকা চুক্তিতে স্বাক্ষর করেছে নৌবাহিনী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বনানী সেতুভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সেখানে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

চুক্তিতে নৌবাহিনীর পক্ষে কম‌ডোর মাহমুদ মা‌লেক এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস স্বাক্ষর করেন।

চুক্তিশেষে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি টিবিএম মেশিন দিয়ে খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্যানেল নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানান ওবায়দুল কাদের।

নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘প্রকল্প এলাকায় নৌবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা এবং প্রকল্প এলাকায় একটি অফিস স্থাপন করা হবে।’

চার বছরের জন্য নিরাপত্তা চুক্তি পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সারাবাংলা/এসএ/একে

কর্ণফুলী টানেল নিরাপত্তা নৌবাহিনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর