বঙ্গবন্ধুর নামে কর্ণফুলী টানেলের নামকরণ প্রস্তাব
১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কর্ণফুলী টানেলের নামকরণের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর সেতুভবনে নৌবাহিনীর সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ তথ্য জানান।
চুক্তিতে নৌবাহিনীর পক্ষে কমডোর মাহমুদ মালেক এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি টিবিএম মেশিন দিয়ে খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্যানেল নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানান ওবায়দুল কাদের।
নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘প্রকল্প এলাকায় নৌবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা এবং প্রকল্প এলাকায় একটি অফিস স্থাপন করা হবে।’
চার বছরের জন্য নিরাপত্তা চুক্তি পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সারাবাংলা/এসএ/একে
আরও পড়ুন
বঙ্গবন্ধুর নামে কর্ণফুলী টানেলের নামকরণ প্রস্তাব
যেভাবে টানেলের যুগে বাংলাদেশ