ডাকসু নির্বাচনে ভোটার ৪৩ হাজার
১১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০০
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকা অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ১ জন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা যায়, সর্বোচ্চ ৩ হাজার ৯৮৪ জন ভোটার রয়েছেন শামসুন নাহার হলে। আর সর্বনিম্ন ভোটার অমর একুশে হলে, ১ হাজার ৪০৬ জন।
ঢাবি কর্তৃপক্ষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মেয়েদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৮ জন, শামসুন নাহার হলে ৩ হাজার ৯৮৪ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলে ২ হাজার ২৫২ জন, বাংলাদেশ কুয়েক মৈত্রী হলে ১ হাজার ৯৬৯ জন ও কবি সুফিয়া কামাল হলে ৩ হাজার ৪৬০ জন।
অন্যদিকে, ছেলেদের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ২ হাজার ১৯৪ জন, জগন্নাথ হলে ২ হাজার ৫৫৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২ হাজার ৪৬৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৬২ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৮৮৪ জন, সূর্যসেন হলে ১ হাজার ৯০৭ জন, বিজয় একাত্তর হলে ৩ হাজার ২৫২ জন, কবি জসিম উদদীন হলে ১ হাজার ৫৪৭ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২ হাজার ৬৫০ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২ হাজার ৯০ জন, ড. মোহাম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ১৬ জন, ফজলুল হক মুসলিম হলে ২ হাজার ১৮৬ জন ও অমর একুশে হলে ১ হাজার ৪০৬জন।
এর আগে, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকায় ভুলত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় হলের নোটিশ বোর্ড ও ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সারাবাংলা/কেকে/টিআর
ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন