Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন সিইসির মা


১১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মা বেগম আমেলা খানম মারা গেছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে বেগম আমেলা খানমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও আট মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাউফলের নওমালা গ্রামে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, সিইসির মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সারাবাংলা/জিএস/টিআর

শোক সিইসি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর