গোপীবাগে পুলিশের গুলিতে ‘ডাকাতের’ মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ওয়ারী থানার গোপীবাগের রেলগেট এলাকায় পুলিশের গুলিতে শান্ত (১৮) নামের এক যুবক মারা গেছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, শান্ত ডাকাত দলের সদস্য।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় দুই উপ-পরিদর্শক সুকান্ত ও রকিবুল ইসলাম ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক ডাকাতকে আটক করা হয়।
তিনি বলেন, ‘রাতে গোপীবাগ এলাকায় ৭/৮ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে ডাকাত সদস্যরা দুই পুলিশ সদস্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পুলিশ তাদের ওপর গুলি চালায়। পরে আহত অবস্থায় শান্ত নামের এক ডাকাতকে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।’
ওই ডাকাত সদস্যের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মফিজউদ্দিন।
সারাবাংলা/এসএসআর/এমও