Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়া দিল্লিতে হোটেলে আগুন, শিশুসহ নিহত ১৭


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের নয়া দিল্লিতে এক হোটেল ভবনে আগুন লাগার ঘটনায় এক শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে নয়া দিল্লির হোটেল আরপিট প্যালাসে এই আগুন লাগার ঘটনা ঘটে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক জিসি মিশরা বলেন, আগুন লাগার ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। আহত হয়েছে আরও চারজন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করার সময় মৃত্যু হয় ওই নারী ও শিশুর।

মিশরা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলকর্মীরা ৩৫ জন মানুষকে উদ্ধার করেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, তিনতলা হোটেল ভবনটির উপরের তলা থেকে কালো ধুয়া ও আগুন বের হচ্ছে।

উল্লেখ্য, ভারতে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বেশিরভাগ সময় ভবনের নিরাপত্তা নিম্নমানের হওয়ার কারণে ও এ বিষয়ক আইন প্রয়োগের অভাবের কারণে এমনটি হয়ে থাকে বলে জানিয়েছে আল জাজিরা।

গত ডিসেম্বরে মুম্বাইয়ের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়। এর আগে ২০১৭ সালে মুম্বাইয়ে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান অন্তত ১৪ জন।

সারাবাংলা/ আরএ

অগ্নিকাণ্ড নয়া দিল্লি হোটেল ভবনে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর