।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশি ও আন্তর্জাতিক মহলে বিএনপির করা ‘নালিশ’ সরকারের জন্য সতর্ক সাইরেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কেয়ামত পর্যন্ত নালিশ করতেই থাকবে।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপির নালিশ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষের নালিশ, দেশে গণতন্ত্র কায়েম করার জন্য নালিশ, অনাচারের বিরুদ্ধে নালিশ, বাক-স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য নালিশ, দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য নালিশ।’
তিনি বলেন, ‘বিএনপির নালিশ লুট হওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কবল থেকে উদ্ধারের নালিশ, মানুষের ন্যায় বিচারসহ সুশাসন প্রতিষ্ঠার নালিশ, নজীরবিহীন মিড নাইট ভোটের বিরুদ্ধে নালিশ, আওয়ামী সরকারের অবৈধ সত্তার বিরুদ্ধে নালিশ ‘
‘এই নালিশ শুধু ন্যায়সঙ্গত নয়, এটি হচ্ছে সময়ের দাবি। এই নালিশ মিড নাইট সরকারের অবৈধ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক সাইরেন। অন্যায়ের বিরুদ্ধে এই নালিশগুলোই প্রতিবাদের আকারে রাজপথে ঢেউ তুলবে’— বলেন রিজভী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরামর্শ কেন্দ্র খুলে বসেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘অন্যদের পরামর্শ দেওয়া থেকে বিরত থেকে সড়কের দিকে তাকান, গণপরিবহণের দিকে তাকান। কারণ, গণপরিবহণের নৈরাজ্যের দায়, সড়কে হাজার হাজার মানুষের মৃত্যুর দায় আপনি এড়াতে পারবেন না।’
রিজভী বলেন, ‘সড়ক-মহাসড়কে স্মরণকালের মহাদূর্ভোগে মানুষের জীবন এখন ওষ্ঠাগত। মৃত্যুশোকে স্বজনরা আহাজারি করছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে অনিশ্চিত জীবন নিয়ে হতাশা ও চরম দু:খ-কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছে।’
সারাবাংলা/এজেড/জেএএম