ফিলিপাইনে হামের প্রকোপে ৭০ জনের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ফিলিপাইনে এক মাসে হাম সংক্রমণে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু। খবর দ্য গার্ডিয়ানের।
গার্ডিয়ান বলেছে, ফিলিপাইনে হাম মহামারী আকার ধারণ করেছে। গত জানুয়ারিতেই অন্তত ৪ হাজার ৩০২জন হাম রোগে আক্রান্ত হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ১২২ শতাংশ। এই বৃদ্ধির জন্য টিকাদানের অভাবকে দায়ী করা হচ্ছে।
জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও অব্যাহত রয়েছে হামে আক্রান্ত হওয়ার ঘটনা, গত সপ্তাহে ম্যানিলায় ‘হাম মহামারীর’ ঘোষণা দেওয়া হয়েছে। গত মাসে কেবল ম্যানিলাতেই অন্তত ১৯২ জন হামে আক্রান্ত হয়েছেন। গত বছর একই মাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২০।
বছরের শুরুতে ম্যানিলায় হামে আক্রান্ত হয়ে চার বছরের কম বয়সি ৫৫ শিশুর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
গত ২০ বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে প্রকট আকারে দেখা দিয়েছে হাম সংক্রমণ। ম্যানিলাসহ ফিলিপাইনের লুজন ও ভিসায়াস অঞ্চলেও হামের সংক্রমণ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এক বিবৃতিতে ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো দুকে বলেন, গত সপ্তাহগুলোতে হাম সংক্রমণের ঘটনা অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় আমরা মহামারীর ঘোষণা দিচ্ছি। নতুন সংক্রমণের ঘটনাগুলো কঠোর নজরদারিতে রাখার এবং মা ও স্বাস্থ্যকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, গত বছরের ডিসেম্বরে ফিলিপাইনজুড়ে ২০ হাজার হাম আক্রান্তের ঘটনা ঘটেছে। ২০১৭ সালের তুলনায় ওই মাসে আক্রান্তের বেড়েছে ৫০০ শতাংশ।
উল্লেখ্য, হাম উচ্চ মাত্রায় সংক্রামক রোগ। কোন অঞ্চলের ৯৫ শতাংশের বেশি জনগণকে আগ থেকে টিকা দেওয়া হলে পুরো জনসংখ্যা এর সংক্রামণ থেকে রেহাই পেতে পারে। কিন্তু ফিলিপাইনে টিকাদানের হার মাত্র ৫৫ শতাংশ। ইউনিসেফ অনুসারে, গত বছর এই হার ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।
সারাবাংলা/ আরএ