তমব্রু সীমান্তে ফাঁকা গুলি, আতঙ্কে রোহিঙ্গারা
১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের নো- ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টাব্যাপী থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই ফাঁকা গুলি করে। গুলির শব্দ শুনে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে ঘটনার পর থেকে সীমান্তে বাড়তি সতর্কতার জন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।
ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ‘ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে সীমান্তের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
এ বিষয়ে জানতে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাখাইনে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নিধন চালায়। সে সময়ে প্রাণ বাঁচাতে ১১ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
সারাবাংলা/এমএইচ