Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণী ধর্ষণের মামলায় দুই পুলিশ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাটুরিয়ায় এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই পুলিশ কর্মকর্তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডে আবেদন জানানো হয়েছিল। তবে মানিকগঞ্জ ৭ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই দুই পুলিশ কর্মকর্তা হলেন সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় ধর্ষণ মামলা করেন ভিকটিম। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণের অভিযোগ প্রমাণের জন্য ওই তরুণীর মেডিকেল পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন হয়েছে। পরে মঙ্গলবার ভোরে অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।’

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

মানিকগঞ্জে ধর্ষণের মামলায় ২ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

পুলিশ মামলায় রিমান্ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর