রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রীর মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৫
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীতে বাসের ধাক্বায় সিএনজি চালিত অটোরিকশার তিনযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের গোড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- বাচ্চু মিয়া (৬০), জোবায়ের (২৭) ও সৈয়দ আহমেদ (৩০)।
মৃত জোবায়েরের বড় ভাই মাসুদ জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিমনগর এলাকায় থাকতেন তারা।
মাসুদ আরও জানান, জোবায়ের বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় আজ ইকুরিয়া থেকে সিএনজিতে করে জুরাইন এসেছিলো চিকিৎসকের কাছে।
মৃত সৈয়দ আহমেদ এর বড় ভাই খাজা মোহাম্মদ জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলায়। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি এলাকায় ইঞ্জিনের ব্যবসা করতো। কাজ শেষে বাসায় ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
জুরাইনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট তৌফিক হাসান দুর্ঘটনার পরে সারাবাংলাকে জানান, ঢাকা মহানগরে চলাচলকারী যাত্রীবাহী ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
সারাবাংলা/ইউজে/এসএসআর/এসবি