Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলফোনের শোরুমে চুরি: সিসি ক্যামেরায় দেখা ৩ জনকে খুঁজছে পুলিশ


১২ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২১

সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্য

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকায় আল্লার দান টেলিকম নামের একটি মোবাইল শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনায় ১৩ লাখ টাকার মালামাল খোয়া গেছে।  এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরায় ধরাপড়া তিন জনকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই ফারুক হোসেন বলেন, ‘৫ ফেব্রুয়ারি রাতে ৪৭, ডিআইটি এক্সটেনশন রোড ফকিরাপুলে ৪ নম্বর দোকানে রাতে চুরির ঘটনা ঘটে।  যা পরদিন দোকান খুলতে গিয়ে চোখে পড়ে।  এ ঘটনায় দোকানের মালিক আব্দুল কাদের বাদী হয়ে পরদিন একটি মামলা করেন। চুরির পর পালানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। মামলার তদন্তকাজ চলছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরায় চোরদের ছবি দেখা গেলেও চেহারা চেনা যায়নি। কাজ চলছে অবশ্যই চোর চক্র গ্রেফতার হবে।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে মালিক আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে সারাবাংলাকে বলেন, ‘রাতের বেলা দোকানের সাটারের তালা ভেঙে অভিনব কায়দায় নগদ টাকা, ল্যাপটপসহ ৮১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট চুরি হয়। যা ধরা পড়ে শো-রুমের সিসি ক্যামেরায়। মামলার পরেও পুলিশ এখনপর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আমার ছোট দোকান। এই দোকান চালিয়েই সংসার চালাই।  সবকিছু চলে গেছে।  এখন অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি।’

ডিআইটি এক্সটেনশন রোডের একাধিক ব্যবসায়ী সারাবাংলাকে বলেন, এলাকাটি ভিআইপি এলাকা হিসেবে চিহ্নিত হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনের নজরদারির অভাব রয়েছে।  এলাকাটিতে নিরাপত্তা প্রহরী থাকলেও তারা নিয়মিত দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে।  ফলে চোর-ডাকাতের উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে।  এ অবস্থায় হতাশ ব্যবসায়ীরা। তিনি মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।  একইসঙ্গে নিরাপদ ব্যবসার স্বার্থে দ্রুত চোরদের গ্রেফতার করে লুণ্ঠিত  মোবাইলফোন সেট উদ্ধারের দাবি জানিয়েছেন জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

চুরি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর