Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে কাজ করবে সিআইইউ-কোরিয়ান ইপিজেড-সিউল ইউনিভার্সিটি


১২ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫০

।।সারাবাংলা ডেস্ক।।

চট্টগ্রাম ব্যুরো: উচ্চশিক্ষার প্রসারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এবং কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোরিয়ান ইপিজেডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্টদের মতবিনিময় হয়েছে।

এতে সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, শিক্ষকদের উচ্চতর ডিগ্রি এবং নিয়মিতভাবে ওয়ার্কশপ-সেমিনারের আয়োজন করার বিষয় উঠে আসে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সকালে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল কোরিয়ান ইপিজেড এলাকা পরিদর্শন করেন।

এসময় কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান কিহাক সাং, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিউটিটের প্রেসিডেন্ট ফারুক সোবহানসহ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষকরা ছিলেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

উচ্চশিক্ষায় চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর