Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন নন্দীর ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৭

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীর ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করেছেন লিটন নন্দী।

জিডিতে বলা হয়েছে, ‘আমি লিটন নন্দী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ব্যবহৃত ফেসবুক আইডি Liton Nandi ও ইমেইল litondu07@gmail.com গত তিনদিন ধরে হ্যাকড করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় ইতোমধ্যে উদ্ধার করেছিলাম। কিন্তু ১২ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আমার ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড করা হয়। আইডি থেকে বিভিন্ন পোস্ট করা হয়েছে। কোনোভাবেই আইডি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আসন্ন ডাকসু নির্বাচন সামনে রেখে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র এর সাথে জড়িত। দ্রুত আইনি ব্যবস্থা প্রত্যাশা করছি।’

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘লিটন নন্দী জিডি করছেন। এটা নিয়ে সাইবার ক্রাইম কাজ করবে।’

লিটন নন্দী সারাবাংলাকে বলেন, ‘আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ছাত্র ইউনিয়নের অফিসিয়াল পেজ হ্যাকড হয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি ও আমার সংগঠনকে বিতর্কিত করার জন্য এগুলো করা হচ্ছে।’

সারাবাংলা/কেকে/টিসি/একে

লিটন নন্দী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর