Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। খালাতো বোনের বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হন তিনি। এই ঘটনায় রূপনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে তরুণী নিজেই রূপনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৮। মামলা হওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম।

ওসি জানান, ভোলার ইলিশা গ্রামে ওই তরুণীর বাড়ি। তার পরিবারে আর্থিক টানাপোড়েন আছে। পরিবারের জন্য তার কিছু টাকা দরকার ছিল। টাকা নিতে গত ৬ ফেব্রুয়ারি তিনি খালাতো বোন নাজমার বাসায় আসেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ওই তরুণীকে বাসায় রেখে নাজমা গার্মেন্টসে কাজ করতে যান। এরপর ওই তরুণী পাশেই রুমার বাসায় বেড়াতে যান। এসময় সেখানে থাকা সোহেল ও তাজুল নামের দুজন ব্যক্তি তরুণীকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

তবে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

সারাবাংলা/এসএইচ/টিসি/একে

তরুণী ধর্ষণ মিরপুরে ধর্ষণ