Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি লিটন হত্যা মামলায় এক আসামির জামিন আবেদন তালিকা থেকে বাদ


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

নিম্ন আদালতে জামিন মঞ্জুর না হওয়ায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আসামি এ জে এম শামসুজ্জোহা।

বিজ্ঞাপন

গত বছরের ০৭ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

অভিযোগপত্রে মামলার প্রধান আসামি প্রাক্তন এমপি (অব.) কর্নেল আবদুল কাদের খাঁনসহ আট জনকে অভিযুক্ত করা হয়েছে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে প্রাক্তন এমপি আবদুল কাদের খাঁনসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন। অভিযুক্ত আসামিরা হলেন, কাদের খানের পিএস শামছুজ্জোহা, কষাই সুবল চন্দ, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

২০১৭ সালের বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

সারাবাংলা/এজেডকে/জেডএফ 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর