Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীর সাবেক জেলা জজকে ৫০০০ টাকা জরিমানা


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ফেনীর সাবেক জেলা ও দায়রা জজ ফিরোজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিকে যথাযথভাবে প্রোটোকল না দেওয়ায় আদালত অবমাননার মামলায় এই জরিমানা করা হয় তাকে। পাশাপাশি জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের জেলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এদিকে রায়ে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ কিভাবে তাদের প্রোটোকল দেবেন সে ব্যাপারে চারটি নির্দেশনাসহ সার্কুলার ইস্যুর জন্য সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

২০০৩ সালে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রোটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম। পরে বিষয়টি হাইকোর্টে আসে।

সারাবাংলা/এজেডকে/আরএ

জরিমানা ফেনি জেলা জজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর