কৃষি প্রযুক্তিতে সহায়তা দিতে চায় ফ্রান্স
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতসহ আধুনিক কৃষি প্রযুক্তিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে চায় ফ্রান্স। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও), উন্নত হাইব্রিড ফসলসহ এ ধরনের কৃষি প্রযুক্তিতেও সহায়তা করতে আগ্রহী দেশটি।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ই আন্নিক বাউডিন এ আগ্রহ প্রকাশ করেন। এসময় কৃষিসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত মেরি জানান, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষি গবেষণা ও প্রশিক্ষণ, কৃষির অবকাঠামো উন্নয়ন এবং উন্নত বীজ উৎপাদনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ফ্রান্স।
এছাড়া, দুর্যোগ মোকাবিলাসহ বৃষ্টির পানি সংরক্ষণ করে এর বহুবিধ ব্যবহার, সৌর বিদ্যুৎ ও বায়ু-বিদ্যুতেও তাদের আগ্রহের কথা জানান। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ফ্রান্স আগ্রহী বলেও তিনি মত প্রকাশ করেন।
একইসঙ্গে, বাংলাদেশ ফসল সংরক্ষণে ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তা চেয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এনএইচ