২৪ ঘণ্টার জন্য বেলজিয়ামে বিমান উঠানামা বন্ধ
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বেতন বৃদ্ধি নিয়ে সমঝোতা না হওয়ায় অবরোধ ও কর্মবিরতির ডাক দিয়েছে বেলজিয়ামের বিমানকর্মীরা।
এ কারণে বুধবার (১৩ ফেব্রুয়ারি) দেশটিতে বিমান উঠানামা বন্ধ থাকবে। তবে চালু থাকছে সামরিক ও সরকারি বিমানসেবা।
বেলজিয়ামের এয়ার ট্রাফিক কনট্রোল এই ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
বেলজিয়ামের তিনটি প্রধান ট্রেড ইউনিয়নের ডাকা এই কর্মবিরতিতে যোগ দিয়েছে বিমানের অনেক কর্মীরা। যদিও এই সংখ্যা সঠিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান উঠানামা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রাসেলস সাউথ এয়ারপোর্ট বন্ধের ঘোষণা দিয়ে জানায়, এয়ার ট্রাফিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে জেনেও তাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। অবরোধ এতটা ক্ষতিকর প্রভাব ফেলবে তা তারা ভাবতে পারেনি।
উল্লেখ্য, কর্মচারীদের আগামী দুবছরে মাত্র শতকরা ০.৮ ভাগ বেতন বৃদ্ধি বিষয়ে সমঝোতা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলো। তারা বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা চেয়েছে।
সারাবাংলা/এনএইচ