Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রাচীন মন্দিরের সামনে থেকে বোমা উদ্ধার


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সনাতন সম্প্রদায়ের একটি প্রাচীন মন্দিরের সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাটি তেমন শক্তিশালী ছিল না বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। এর আগে উপজেলার পৌরসভায় ভোলাগিরি আশ্রমের অদূরে রাস্তায় বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মন্দিরের আশ-পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া সারাবাংলাকে বলেন, ভোলাগিরি আশ্রমের সামনে রাস্তায় বোমাটি পড়ে ছিল। বোমাটি তাজা থাকলেও এর ভেতরে শুধু বারুদ ছিল। ধ্বংসাত্মক কোনো দাহ্য বা রাসায়নিক পদার্থ ছিল না। হাতে তৈরি বোমাটি শুধু বিকট শব্দে বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টিতে সক্ষম ছিল। বিস্ফোরণ ঘটলে মানুষের ক্ষয়-ক্ষতির সম্ভাবনা তেমন ছিল না।

ভোলাগিরি আশ্রম এবং এর আশেপাশে চন্দ্রনাথ আশ্রম উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে খ্যাত। প্রতিবছর শিবপূজায় এই এলাকায় বিভিন্ন দেশ থেকে আসা লাখো তীর্থযাত্রীর সমাগম ঘটে। আগামী ৫ মার্চ শিব চর্তুদশী। এই অনুষ্ঠানকে সামনে রেখে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য বোমাটি রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

রাজেশ বড়ুয়া আরও বলেন, যেখানে বোমাটি পাওয়া গেছে, এর অদূরেই শিবপূজায় মেলা বসে। সীতাকুণ্ড কলেজ রোডের এই পথ দিয়েই তীর্থযাত্রীরা আসা-যাওয়া করেন বলে আমরা জানতে পেরেছি। এ কারণেই আমাদের ধারণা, পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য বোমাটি রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর