বরিশালের চার ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ চারটি ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে অর্থ আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে র্যাব-০৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র্যাব এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযানকালে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকস’র মালিক মো. আব্বাস উদ্দিনকে ২ লাখ টাকা, মেসার্স মাস্টার ব্রিকস’র ম্যানেজার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকস’র ম্যানেজার মো. আনিসুর রহমানকে ২ লাখ টাকা এবং মেসার্স আকন ব্রিকস’র মালিক মো. মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধ ইট ভাটা বিরোধী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এনএইচ