Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৮


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২১

।। জাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাবি প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ছাড়াও দুই পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান সারাবাংলাকে জানিয়েছেন, তিনি আহত হলেও তার আঘাত গুরুতর নয়। তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাবি কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল ক্যাম্পাসে বসন্ত বরণ উপলক্ষে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল তার অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজীব আহমেদ রাসেলকে মারধর করেন আবু সুফিয়ান চঞ্চল।

এ খবর জানাজানি হলে চঞ্চলের হল শহীদ সালাম-বরকত হলে জড়ো হন রাসেলের অনুসারীরা। হলের সামনেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  খবর পেয়ে প্রক্টর নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হাজির হন। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালাম-বরকত হলের সামনেই চঞ্চলকে মারধর করেছিলেন রাসেল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সারাবাংলা/টিআই/এসবি/টিআর

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর