Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে রাউফুন বসুনিয়ার ৩৪তম শাহাদত বার্ষিকী পালিত


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়া’র ৩৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই উপলক্ষে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাজারহাটের পাইকপাড়া গ্রামে আয়োজন করা হয় শোক র‌্যালির।

এছাড়া, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বসুনিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন অর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও আবুল কালাম আজাদ এবং বাসদ নেতা নজরুল ইসলামসহ আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচার সামরিক সরকারের লেলিয়ে দেয়া গুন্ডা-বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাউফুন বসুনিয়াকে গুলি করে হত্যা করেছিল। বসুনিয়া সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নজরুল ইসলাম বসুনিয়ার পুত্র।

সারাবাংলা/এনএইচ

রাউফুন বসুনিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর