।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ মার্চ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়েছে। সভাপতি-সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ঠিক করা রয়েছে। ইতোমধ্যে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এখনো বিএনপির প্যানেল ঘোষণা হয়নি।
গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত এক পরিচিতি সভায় প্যানেল চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে সাদা প্যানেল। সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নূর দুলালের নাম উঠে আসে।
সুপ্রিমকোর্ট সূত্রে জানা গেছে, বর্তমানে আইনজীবী সমিতির (বারের) সদস্য সংখ্যা ৮ হাজার ৮৮ জন।
সারাবাংলা/এজেডকে/এটি