Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রন্থমেলায় বসন্তের ছোঁয়া


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৪

প্রায় দুই সপ্তাহ ধরে চলা বইমেলা যেন নতুন রূপ পেয়েছে। প্রতিদিনই পাঠক-দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়া মেলা প্রাঙ্গণে আজকের রঙটাই যেন ছিল অন্যরকম। মেয়েদের পরনে বাসন্তী শাড়ি, মাথায় ফুলের টায়রা, কারও খোঁপায় হলুদ গাঁদার মেলা। কারও হাতে বাজছে কাঁচের চুরির রিনিঝিনি শব্দ। কারও গালে আলপনা, কারও বা বাহুতে। কেবল মেয়েরা কেন, ছেলেদের পোশাকেও বসন্তের ছোঁয়া। আর শিশুদের কথা তো বলাই বাহুল্য। ছোট্ট শরীরে শাড়ি-পাঞ্জাবিতে একেকজন যেন হয়ে উঠেছে বসন্তের দূত।

বিজ্ঞাপন

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এমনই সব সাজে বিভিন্ন বয়সীদের আনাগোনা প্রাণের মেলা বইমেলায়। যেদিকেই চোখ যায়, বাসন্তী আর হলুদে চোখ ধাঁধিয়ে যায়। আর হবেই বা না কেন— এ যে ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আর বাঙালি তাকে সাজপোশাকে বরণ করবে না, তাই কি হয়!

কেবল মেলার পাঠক-দর্শনার্থীই নয়, ফাল্গুনের প্রথম দিনে বসন্তের এই রঙ ছড়িয়ে গেছে বইয়ের স্টল আর প্যাভিলিয়নের বিক্রয়কর্মীদেরও। তারাও অনেকেই সেজেছেন হলুদ-বাসন্তীতে। আর বসন্তের আহ্বানে যেন ঢল নামে এসব স্টল-প্যাভিলিয়নে।

অমর একুশে গ্রন্থমেলায় ফাগুনের প্রথম দিনে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর