সেবা রফতানিতেও ইতিবাচক ধারা, প্রবৃদ্ধি ৫০ শতাংশ
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশের সেবা রফতানিতে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। পণ্যের মতো সেবা খাতের রফতানি আয়েও উল্লম্ফন ঘটে চলছে। চলতি অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি রফতানি আয় এসেছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে রফতানি আয় ছিল ২৮৭ কোটি ১৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই রফতানি আয়ের পরিমাণ ১৯০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এই সময়ে আগের বছরের তুলনায় ৯৬ কোটি ৩৩ লাখ ডলার বেশি আয় হয়েছে। এই ছয় মাসের বায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৮৫ শতাংশ বেশি।
ইপিবির তথ্যমতে, এ বছরের প্রথম ছয় মাসে সেবা খাতে রফতানি আয়ের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৪৮ শতাংশ বেশি। রফতানি আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ২৮০ কোটি ৮৮ লাখ ডলার। বাকি অর্থ এসেছে বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয় থেকে।
সারাবাংলা/ইএইচটি/টিআর