Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপি’র পরাজিত ৭ প্রার্থীর মামলা


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এবং প্রার্থীদের বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির সাত প্রার্থী।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সারাবাংলাকে জানান, গতকাল এবং আজ (১২ ও ১৩ ফেব্রুয়ারি) দুই দিনে সাতটি মামলা করা হয়েছে। আগামীকাল আরও পাঁচজনের মামলা দায়ের করা হবে। কয়েকদিনের মধ্যে সবগুলো জেলা থেকেই একজন করে পরাজিত প্রার্থী মামলা করবেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বুধবার বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ থেকে আবদুল হাই ও ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন।

আগামীকাল (বৃহস্পতিবার) মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি মামলা করতে পারেন।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর