Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় হত্যা মামলায় দুই নারীসহ ৫ জনের যাবজ্জীবন


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন বীররহিমসার এলাকার আবুল কাশেম মজুমদারের ছেলে ইকবাল মজুমদার, চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৪০), মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজনীন আক্তার (৪৫), মৃত আনু মিয়ার ছেলে শাহ আলম ও তার ভাই মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন হাবিবুর রহমান মাস্টার। এ ঘটনায় তার ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ৮ জনের নামে মামলা করেন। এ মামলায় আদালত ২০ জনের সাক্ষ্য নেয়। মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক আছেন।

সারাবাংলা/টিসি/একে

কুমিল্লা মাস্টার হাবিব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর